সংগীতা সাহা

সংগীতা সাহা, পাবনা জেলার চাটমোহর থানার খাল বিল নদী ঘেরা ছোট্ট গ্রাম হান্ডিয়ালে জন্ম, শৈশবের মিষ্টি দিনগুলো কাটে সেখানেই। বাবা শিব নারায়ন সাহা মা শিপ্রা রানী সাহার একমাত্র সন্তান সংগীতা বেড়ে ওঠে সাংস্কৃতিক পরিমন্ডলে; বাবা ভাল গান করেন বাড়িতে প্রায় প্রতিদিনই বসে গানের অাসর নাটকের মহড়া তুমুল অাড্ডা। অাবৃত্তি অার গানের হাতেখড়ি বাবার কাছেই, ছড়া শিখে ক্যাসেট প্লেয়ারে রেকর্ড করা ছিল তার সবচেয়ে প্রিয় খেলা। বাবার হাত ধরেই বিভিন্ন অনুষ্ঠানে অাবৃত্তি অার গান করতে যেত ছোট্ট সংগীতা, খেলার সাথীদের সাথে নিয়ে নাটক নির্দেশনা ও অভিনয় করত। ছবি এঁকে, কবিতা লিখে খেলার সাথী সহপাঠিদের উপহার দিয়ে চমকে দিত। স্কুল কলেজের পাঠ চুকিয়ে সংগীতা ভর্তি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে, সেখান থেকে স্নাতক, স্নাতকোত্তর শেষে এম.ফিল গবেষনারত।
২০১৫ সালে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে অাবদ্ধ হন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রভাষক অাশীষ সাহার সাথে যিনি এখন পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ শহরের কার্টিন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগে পিএইসডি গবেষনা করছেন; সে সূত্রেই সংগীতা এখন অবস্থান করছেন। শিল্পের বেশ কয়েকটি শাখায় পদচারণা থাকলেও অাবৃত্তির প্রতি অদম্য অাগ্রহ নিয়ে মুক্তধারা অাবৃত্তি চর্চা কেন্দ্রের একনিষ্ঠ সদস্য হিসেবে সাংগঠনিকভাবে অাবৃত্তি চর্চা শুরু করেন এবং নির্বাহী সদস্যের দায়িত্বসহ পর পর তিনবার পার্থে অাসার পূর্ব পর্যন্ত দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
সংগঠন অায়োজিত অাবৃত্তি অনুষ্ঠনের পাশাপাশি জাতীয় পর্যায়ের বিভিন্ন মঞ শিল্পকলা একাডেমি, অাবৃত্তি সমন্বয় পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ঢাকা বিশ্ববিদ্যালয়, মুক্তিযুদ্ধ জাদুঘর ও দেশের বিভিন্ন জেলার অাবৃত্তি সংগঠন কর্তৃক অায়োজিত অনুষ্ঠনে অাবৃত্তি পরিবশনা করে প্রশংসিত হন। অাবৃত্তি, উপস্থাপনার পাশাপাশি কবিতা, গল্প, প্রবন্ধ লেখালেখিও করেন সংগীতা। বই পড়তে ভালবাসেন, প্রকৃতির ছবি তুলতে পছন্দ করেন অারো পছন্দ করেন নতুন নতুন জায়গা ঘুরতে, অবসরে গান ও কবিতা শোনেন। বই সংগ্রহের শখ রয়েছে তার,ইচ্ছে অাছে নিজের বাড়িতে একটি লাইব্রেরি গড়ে তুলনবেন যেখানে কবিতার বইয়ের পাশাপাশি থাকবে সব ধরনের বই। স্বপ্ন দেখেন অগ্রজ অাবৃত্তিকারেরা অাবৃত্তি শিল্পের যে মজবুত ভিত্তি স্থাপন করেছেন সেটাকে অারো সুদৃঢ় অবস্থানে নিয়ে যাবেন এবং নতুন ভাবনা সংযোজন করে অাবৃত্তিকে দর্শক শ্রোতার কাছে অারো অাকর্ষনীয় ও হৃদয়গ্রাহী করে পৌছে দেবার সর্বাক্তক চেষ্টা করে যাবেন। সংগীতা বাংলাদেশকে ভালবাসেন, বাংলাদেশের সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে অাবৃত্তি চর্চা করে যেতে চান অাজীবন।
সংগীতা সাহার পছন্দের কিছু কবিতাঃ
কবিতা | কবি |
---|---|
সংগীতা সাহার আবৃত্তি করা কিছু কবিতার ভিডিও লিংকঃ ভিডিও ক্লিপ