ভাবীকাল যার ডাকনাম

ভাবীকাল যার দাকনাম, তিনি কবি শামসুর রাহমান। মুক্তিযুদ্ধের কবি, স্বাধীনতার কবি, দেশের প্রধান কবি, কবিশ্রেষ্ঠ ইত্যাদি কোন অভিধায়-ই আমরা কবি শামসুর রাহমানকে অভিহিত করতে চাই না। আমরা বিশ্বাস করি দিন যতো যেতে থাকবে বাংলা কবিতার ভূবনে তিত ততো বেশি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে থাকবেন। আমাদের বিশ্বাস ভবিষ্যতে তাঁর কাব্য চর্চার কাল তাঁর নামেই নামাঙ্কিত হবে। কবির অতি পরিচিত কিছু কবিতা নিয়ে আজকের আবৃত্তি আয়োজন ‘ভাবীকাল যার ডাক নাম’।
এ আয়োজনে নানাভাবে যাদের সহযোগিতা পেয়েছি তাদের সকলের পতি আমারা কৃতজ্ঞ। সর্বোপরি উপস্থিত দর্শক-শ্রোতাদের কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ।
জয় হোক আবৃত্তির।
রফিকুল ইসলাম
নির্দেশক
আবৃত্তিকৃত কবিতাসমূহ ও আবৃত্তিকারগণঃ
কবিতা | আবৃত্তিকার |
---|---|
মাস্টারদার হাতঘড়ি | মাহমুদা সিদ্দিকা সুমি |
বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা | রফিকুল ইসলাম |
কালো মেয়ের জন্য পঙক্তিমালা | ইকবাল আহমেদ |
আসাদের শার্ট | মহিউদ্দীন শামীম |
সফেদ পাঞ্জাবী | সাজ্জাদ হোসেন |
স্যামসন | আব্দুল্লাহ আল ফারুক টিটো |
তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা | মহিউদ্দীন শামীম |
বন্দি শিবির থেকে | সাজ্জাদ হোসেন |
স্বাধীনতা একটি বিদ্রোহী কবিতার মতো | শাহানা শিল্পী |
গেরিলা | শায়লা লাবনী |
স্বাধীনতা তুমি | শাহানা শিল্পী |
কখনো আমার মাকে | সংগীতা সাহা |
বাইবেলের কালো অক্ষরগুলো | ইকবাল আহমেদ |
ইলেকট্রার গান | শাহানা শিল্পী |
এক ধরনের অহংকার | ইকবাল আহমেদ |
ধন্য সেই পুরুষ | আব্দুল্লাহ আল ফারুক টিটো |
আমরা এসে দাঁড়িয়েছি | সাজ্জাদ হোসেন |
রাজকাহিনী | মাহমুদা সিদ্দিকা সুমি |
দুঃস্বপ্নের একদিন | ইকবাল আহমেদ |
মেষতন্ত্র | ঋভু দ্রাবিড় |
এই যে শুনুন | মাহমুদা সিদ্দিকা সুমি |
বুক তার বাংলাদেশের হৃদয় | আব্দুল্লাহ আল ফারুক টিটো |
গর্জে ওঠো স্বাধিনতা | হিমেল অনার্য |
গুড মর্নিং বাংলাদেশ | হিমেল অনার্য |
পারবে কি রুখে দিতে | শায়লা লাবনী |
ফিরিয়ে নাও ঘাতক কাঁটা | রফিকুল ইসলাম |
বারবার ফিরে আসে | রফিকুল ইসলাম |
অভিশাপ দিচ্ছি | মহিউদ্দীন শামীম |
সার্বিক বিষয়সমূহঃ
পরিবেশনাঃ ভাবীকাল যার ডাকনাম
স্থানঃ শওকত ওসমান স্মৃতি মিলনায়েতন, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী, শাহবাগ, ঢাকা
তারিখঃ বুধবার, অক্টোবর ২৮, ২০০৯
সময়ঃ সন্ধ্যা ৭ঃ০০ টা
আয়োজকঃ মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র
নির্দেশনাঃ রফিকুল ইসলাম
অংশগ্রহণঃ
- রফিকুল ইসলাম
- মাহমুদা সিদ্দিকা সুমি
- ইকবাল আহমেদ
- শাহানা শিল্পী
- শায়লা লাবনী
- মহিউদ্দীন শামীম
- টিটো
- সাজ্জাদ হোসেন
- সংগীতা সাহা
- হিমেল অনার্য
- ঋভু দ্রাবিড়
মঞ্চ সজ্জাঃ নাসিমা খান বকুল
পোষাকঃ মাহমুদা সিদ্দিকা সুমি
প্রচারঃ হিমেল অনার্য
মিলনায়েতন ব্যবস্থাপনাঃ লুনা, শানু, রিজভী, নোমান
ব্যবস্থাপনাঃ তামান্না সারওয়ার নীপা
সার্বিক তত্ত্বাবধায়নঃ আনিসা জামান চাঁপা
কৃতজ্ঞতাঃ
- কাজী মন্সুর উল হক
- কামরুল ইসলাম
- জার্জিয়া আহমেদ
- আবিল আইয়াম
- ফয়জুল্লাহ সাঈদ