নক্ষত্রের মৃত্যু
“আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে।
তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও অনন্ত জাগে।”

জন্ম-মৃত্যু আর আনন্দ-দুঃখের এই পৃথিবীতে ছোট বেলা থেকে শুনেছি, মৃত জনেরা আকাশে নক্ষত্রের মত জ্বলজ্বল করে জেগে থাকে। আবার, এও শুনেছি, অপঘাতে যারা মরে যায় তারা বার বার ফিরে আসে আমাদের এই নিষ্ঠুর ভূমণ্ডলে, আর জানায় তাদের সেই নিষ্ঠুর বেদনাক্লীষ্ট মুহূর্তের কথা। এই মীথকে কেন্দ্র করেই আমার এই সামান্য কথার গাঁথুনি। এই প্রচেষ্টাকে সফল করার প্রয়াসে অনেক জানা-অজানা কবিদের কবিতার সংকলনের মাধ্যমে প্রকাশ করেছি আমাদের অনুভূতির কথা, ধিক্কারের কথা আর বিবেকের কথা; কেননা আমি মনে করি, সামাজিক অবক্ষয় হলে বিবেকের কাছে আমরাও কোন না কোন ভাবে দায়বদ্ধ হয়ে পরি।
মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রত্যেক সদস্যের কাছে আমি চির কৃতজ্ঞ কারণ তারা প্রত্যেকেই এই অনুষ্ঠানটি সফল করার বিষয়ে সুচিন্তিত পরামর্শ দিয়েছেন।
পরিশেষে, যারা এই অনুষ্ঠান দেখবেন এবং লেখাটি পড়বেন তাদের সবাইকে আমি আহ্বান জানাতে চাই – আসুন আমরা নিজে বাঁচি এবং পরস্পরকে বাঁচতে সাহায্য করি, কেননা, “বিপরীত সময়ে বেঁচে থাকার নামি তো জীবন”।
মাহমুদা সিদ্দিকা সুমি
নির্দেশক
সার্বিক বিষয়সমূহঃ
পরিবেশনাঃ নক্ষত্রের মৃত্যু
স্থানঃ শওকত ওসমান স্মৃতি মিলনায়েতন, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী, শাহবাগ, ঢাকা
তারিখঃ বৃহস্পতিবার, আগষ্ট ১৩, ২০০৯
সময়ঃ সন্ধ্যা ৭ঃ০০ টা
আয়োজকঃ মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র
গ্রন্থনা ও নির্দেশনাঃ মাহমুদা সিদ্দিকা সুমি
অংশগ্রহণঃ
- রফিকুল ইসলাম
- নাসিমা খান বকুল
- মাহমুদা সিদ্দিকা সুমি
- শাহানা শিল্পী
- শায়লা লাবনী
- সাজ্জাদ হোসেন
- সংগীতা সাহা
- হিমেল অনার্য
- লুনা শরীফ
মঞ্চ পরিকল্পনাঃ নাসিমা খান বকুল
মঞ্চ সজ্জাঃ আব্দুল্লাহ আল ফারুক টিটো, রোক্সানা মহসিন সুমি, শানু আক্তার
আবহ সংগীতঃ কমল খালিদ
আলোক পরিকল্পনাঃ অসীম আহমেদ
টিকেট ও প্রকাশনাঃ তামান্না সারোয়ার নীপা
পোষাক পরিকল্পনাঃ মাহমুদা সিদ্দিকা সুমি
ব্যনারঃ ইকবাল আহমেদ
প্রচারঃ হিমেল অনার্য,
- সাজ্জাদ হোসেন
- লুনা শরীফ
- নাসিমা খান বকুল
- তামান্না সারোয়ার নীপা
- শাহানা শিল্পী
- শায়লা লাবনী
- সংগীতা সাহা
- মাহমুদা সিদ্দিকা সুমি
নেপথ্য কণ্ঠঃ তামান্না সারোয়ার নীপা
প্রযোজনা অধিকর্তাঃ তামান্না সারওয়ার নীপা
অভ্যররথনা অভ্যর্থনাঃ
- ইকবাল আহমেদ
- তামান্না সারোয়ার নীপা
- ঋভু দ্রাবিড়
- অনিশা রহমান
- পিংকী বিনীতা জামান পুষা
- শানু আক্তার
- মাহমুদা সিদ্দিকা সুমি
কৃতজ্ঞতাঃ
- হাসান আরিফ
- আজাহারুল হক আজাদ
- জি এম মোরশেদ
- ডালিয়া আফরোজ নীপা
- অরূপ সাহা
- প্রদীপ গাব্রিয়েল স্কু