শশ্বতা পদাবলী ২০১৪
পরিবেশনাঃ শাশ্বতা পদাবলী ২০১৪
স্থানঃ শওকত ওসমান স্মৃতি মিলনায়েতন, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী, শাহবাগ, ঢাকা
তারিখঃ শুক্রবার, জুন ২০, ২০১৪
সময়ঃ সন্ধ্যা ৭ঃ০০ টা
আয়োজকঃ মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র
মুক্তধারার কথাঃ
বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে সমুন্নত রেখে স্বাধীনতার মূল্যবোধকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে ‘মুক্তধারা’ সকল প্রকার অপসংস্কৃতি রোধ, শিল্প ও সাহিত্যের মান বিকাশ, আবৃত্তিশিল্পের বিকাশ সাধন, সংস্কৃতিকর্মী ও শিল্পীদের যথাযথ গুরুত্ব অনুধাবন ও অধিকার সংরক্ষণে বদ্ধপরিকর।
সংস্কৃতি চর্চা মানুষের অন্তর-প্রেরণা। সংস্কৃতি চর্চার মাধ্যমে আমরা মানুষের শুভবোধকে জাগ্রত করতে চাই। মানুষের যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত হবে, সকল মানুষ স্বাধীন এবং সংস্কৃতিবান হয়ে উঠবে।
মুক্তধারা সাংগঠনিক চর্চা ও সততায় বিশ্বাসী। সংঘবদ্ধ সাংস্কৃতিক আন্দোলনে আমাদের অস্ত্র আবৃত্তি। মাতৃভাষা বাংলাকে প্রাণের চেয়েও প্রিয় মনেকরি আমরা। ভালবাসি দেশ, দেশের মানুষ তথা পৃথিবীর সকল মানুষকে। বাংলাদেশের ভূখণ্ডে বসবাসরত সকল নৃগোষ্ঠির সংস্কৃতি আমাদের হাজার বছরের ঐতিহ্য। মানুষে মানুষে ভ্রাতৃত্ব ও সততাবোধের প্রতিষ্ঠায় আমরা ব্রতী। আমরা অসাম্প্রদায়ীক কুসংস্কার বিবর্জিত সুন্দর সমাজের স্বপ্ন দেখি। প্রত্যাশা করি যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তি। আমরা পৃথিবীর সকল মুক্তিকামী মানুষের পক্ষে, শান্তির পক্ষে।
গ্রন্থনাঃ আনিসা জামান চাঁপা
নির্দেশনাঃ রফিকুল ইসলাম
স্বরপ্রক্ষেপনঃ
- রফিকুল ইসলাম
- মহিউদ্দিন শামীম
- হিমেল অনার্য
- আফজাল হোসেন তমাল
- কামরুজ্জামান হক
- তামান্না সারোয়ার নীপা
- নাসিমা খান বকুল
- লুনা সিকদার
- শায়লা লাবনী
- সংগীতা সাহা
- নূর জাহান আক্তার কেয়া
- ফারজানা আফরিন
- পুজারিণী রায়
পোষাক পরিকল্পনাঃ মাহমুদা সিদ্দিকা সুমি
আবহসঙ্গীতঃ হানিফ মোহাম্মদ রতন
মঞ্চ পরিকল্পনাঃ রফিকুল ইসলাম
আলোকঃ স্পট লাইট
শব্দঃ মুনা সাউন্ড সিস্টেম
ব্যবস্থাপনাঃ রফিকুল ইসলাম
সার্বিক তত্ত্বাবধায়নঃ আনিসা জামান চাঁপা