জীবন যুদ্ধের প্রতিটি মুহূর্তে কবিতা শক্তি, সাহস ও বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়, জীবনকে স্পর্শ করে যায় অনিন্দ্য সুন্দর বাক্প্রতিমায়। বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের সকল গণতান্ত্রিক আন্দলনে এদেশের কবি ও তাদের কবিতা অসীম সাহসে মানুষকে দেশপ্রেমের মূলমন্ত্রে উজ্জীবিত করেছ।
আবৃতি শিল্পিদের কণ্ঠে কবিতা হয়ে উথেছে সংগ্রামের হাতিয়ার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহ্মানের নেতৃত্বে আমরা যখন
মুক্তিযুদ্ধরত তখন অনেক কবিতাই আমাদের দেশমাতৃকাকে ভালোবেসে তার জন্য আত্মত্যাগের শক্তি যুগিয়েছে।
আমি আশা করি, আগামী প্রজন্ম কবিতাকে ভালোবেসে সৃজনশীল ও মননশীল হয়ে বেড়ে উঠবে, সৃষ্টিশীল তারুণ্য সমৃদ্ধ দেশ গড়ার সংগ্রামে অগ্রগামী হবে। আমি কামনা করছি মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র অতীতের মত আগামীতেও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে তাদের এই প্তহচলাকে আরও সমৃদ্ধ করতে পারবে। মুক্তধারাকে শুভেচ্ছা।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,
বাংলাদেশ চিরজীবী হোক।
আসাদুজ্জামান নূর (এম. পি.),
মন্ত্রী,
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়